সোমবার, ২০ জানুয়ারি ২০২৫ | মাঘ ৬, ১৪৩১

সোমবার, ২০ জানুয়ারি ২০২৫
মাঘ ৬, ১৪৩১

নারায়ণগঞ্জ কারাগারে দুর্নীতির রাজত্ব: জেল সুপার ও জেলার যেন আলাদিনের চেরাগ

নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার ফোরকান ওয়াহিদ ও জেলার মামুনুর রশিদের বিরুদ্ধে উঠেছে ব্যাপক দুর্নীতি, অন্যায় ও অনিয়মের অভিযোগ। বিভিন্ন তথ্যসূত্রে জানা যায়, জেল সুপার ফোরকান ওয়াহিদ মোটা অঙ্কের টাকার বিনিময়ে বড় বড় কারাগারে বদলি হন। তিনি ইতিপূর্বে চাঁদপুর জেলা কারাগারের জেল সুপার হিসেবে কর্মরত ছিলেন। দেখা যায়, সেখানে তিনি ব্যাপক দুর্নীতি, অন্যায় ও অনিয়মের সাথে লিপ্ত ছিলেন। জানা যায়, জেল সুপার ফোরকান ওয়াহিদ মোটা অঙ্কের টাকার বিনিময়ে চাঁদপুর জেলা কারাগার থেকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে বদলি হন। তিনি নারায়ণগঞ্জ জেলা কারাগারে এসেই শুরু করেছেন ব্যাপক দুর্নীতি ও অনিয়ম।

দখল-চাঁদাবাজিসহ অসংখ্য অভিযোগ

অষ্টগ্রাম উপজেলা সভাপতি সাইদের অপকর্মে ইমেজ সংকটে স্থানীয় বিএনপি

কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলা বিএনপি সভাপতি সাইদ আহমেদ অপকর্মে ইমেজ সংকটে পড়েছে স্থানীয় বিএনপি। গত ৫ আগস্টের পর দলীয় নির্দেশনা উপেক্ষা করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে সাইদ। তার অপর্কম ঠেকাতে জেলা বিএনপি থেকে কারণ দর্শানোর নোটিশ দিলেও থেমে নেই তার অনিয়ম। এতে স্থানীয় বিএনপির ভাবমূর্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা। অষ্টগ্রাম স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করে বলেছেন, দলীয় নেতাকর্মী ও সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিয়ে আতঙ্কে রেখেছেন সাইদ। এছাড়াও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে সমন্বয়ক ও তার পিতার বিরুদ্ধে মামলা করে প্রশাসনকে ব্যবহার করে হয়রানি করার অভিযোগ রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অমান্য করে বিভিন্ন ভাবে দখলদারি, জলমহলের ইজারাদার কাছে থেকে চাঁদাবাজি, অবৈধ বালু উত্তোলন, কৃষির জমির মাটি বিক্রিরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব অনিয়মের মাধ্যমে গত কয়েক মাসের ব্যবধানে অর্ধকোটি টাকার মালিক বনে গেছেন সাইদ আহমেদ।

sstv