বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ | ফাল্গুন ৭, ১৪৩১

বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
ফাল্গুন ৭, ১৪৩১

লন্ডন যাচ্ছেন মির্জা ফখরুল

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৪-১১-২৯ ২০:৫০:৩৬

ডেস্ক রিপোর্ট ::

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামীকাল শনিবার লন্ডন যাচ্ছেন। সেখানে তিনি ১০ দিন অবস্থান করবেন। আগামী ১১ ডিসেম্বর ঢাকায় ফিরে আসার কথা রয়েছে তার।

আজ শুক্রবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, বিএনপি মহাসচিব রাজনৈতিক ও দলীয় কাজ নিয়ে লন্ডন যাচ্ছেন। সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে।

মির্জা ফখরুল দেশে ফেরার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যেতে পারেন। সে জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানা গেছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রথমে যুক্তরাজ্যে চিকিৎসা করাবেন। এরপর সেখান থেকে চিকিৎসার জন্য তিনি যুক্তরাষ্ট্রেও যেতে পারেন।


SStv