সক্রিয় বিএনপি- জামায়াতের সহিংস কর্মসুচির বিরুদ্ধে
রাজপথের আ.লীগ নেতা রিয়াজ
ডেস্ক রিপোর্ট ::
দলের সাংগঠনিক যেকোনো কর্মকান্ডে সক্রিয় ভুমিকা রেখে, চলছেন—ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ। রাজপথে নগরটির নেতা-কর্মীদের চাঙা রাখতেও তিনি নানা উতসাহ যুগিয়ে থাকেন। চলমান বিএনপি-জামায়াতের অবরোধ, হরতাল অথবা যেকোনো সহিংস কর্মসুচি প্রতিরোধে তরুণ এ আওয়ামী লীগ নেতার (রিয়াজ)যথেষ্ট ভুমিকা রয়েছে বলেও জানা গেছে।
রোববার (২৬ নভেম্বর) সরেজমিন চিত্রে দেখা যায়, নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সতর্ক অবস্থান নিয়ে বসে রয়েছেন রিয়াজ উদ্দিন। সপ্তম দফায় ডাকা বিএনপি-জামায়াতের ৪৮ ঘন্টার অবরোধের প্রথম দিন বেলা ১১টায় ওই অবস্থান কর্মসুচি দেখা গেছে।
এ-সময়, ওই নগর আওয়ামী লীগের সহ-সভাপতি সরফুদ্দিন সেন্টু সহ অন্য নেতারা কর্মসুচিতে উপস্থিত ছিলেন। এদিকে, ওই নগর আওয়ামী লীগ সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ উচ্চ পর্যায়ের অনেক নেতাদের এ অবস্থান কর্মসুচিতে দেখা যায়নি।
তবে, ওই নগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন জানান, তাদের (ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ) সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উচ্চ পর্যায়ের আরও কয়েকজন নেতা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী হওয়ায় আজ সকাল ১০টায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন।
জানতে চাইলে রিয়াজ উদ্দিন রিয়াজ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তারই কন্যা জননেত্রী শেখ হাসিনার আদর্শ বুকে ধারণ করে সবসময়ই রাজনীতির পথ চলি। বঙ্গবন্ধু ও তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শে আদর্শিত হয়েই ছাত্র জীবনে ছাত্র লীগের রাজনীতির মধ্যে দিয়ে রাজনীতিতে এসেছি। এখন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের দায়িত্বে রয়েছি। দলের সুসময়, দুঃসময় সাংগঠনিক যেকোনো কর্মসুচি পালনে রাজপথে ছিলাম, আছি, থাকবো। বিশেষ করে, স্বাধীনতা বিরোধী বিএনপি-জামাতের জ্বালাও-পোড়াও, অগ্নি সন্ত্রাসসহ দেশ বিরোধী যেকোনো কর্মসুচি প্রতিহত করতে দলীয় নেতা-কর্মীদের নিয়ে রাজপথে রয়েছি।
সপ্তম দফায় বিএনপি-জামায়ের ৪৮ ঘন্টা অবরোধ প্রসঙ্গে তিনি বলেন, তাদের (বিএনপি) যেকোনো কর্মসুচি ঘিরে আগে থেকেই সতর্ক রয়েছে। আর সপ্তম দফায় কর্মসুচি ঘিরে আরও বেশি সতর্ক অবস্থানে রয়েছি।