সেরা করদাতার সম্মাননা পেলেন দিলীপ কুমার আগরওয়ালা ও তাঁর স্ত্রী সবিতা আগরওয়ালা
ডেস্ক রিপোর্ট:
কর অঞ্চল খুলনার সেরা করদাতার সম্মাননা পুরস্কার পেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই পরিচালক, ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা ও তাঁর স্ত্রী ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের চেয়ারম্যান সবিতা আগরওয়ালা।
গত মঙ্গলবার দুপুরে কর অঞ্চল খুলনার আয়োজনে পাবলিক কলেজ অডিটরিয়ামে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (অডিট, ইন্টেলিজেন্ট অ্যান্ড ইনভেস্টিগেশন) জি এম আবুল কালাম কায়কোবাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ও দেশের চলমান অর্থনৈতিক উন্নয়নে বিশেষ অবদান রাখায় জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক এই স্বীকৃতি প্রদান করা হয়। সেরা করদাতা হওয়ায় তাঁদেরকে নানা শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।