বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছেন সাংবাদিক নাজমুস সাকিব
ডেস্ক রিপোর্ট :
সাংবাদিক নাজমুস সাকিব অভিযোগ করেন, শেখ হাসিনার শাসনামলে মিডিয়া সন্ত্রাস করার উদ্দেশ্যে বেশকিছু গণমাধ্যমের লাইসেন্স বাগিয়ে নেয় বসুন্ধরা গ্রুপ। তারা বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, ডেইলি সান, news24, ক্যাপিটাল রেডিও, বাংলানিউজ টোয়েন্টিফোর ইত্যাদি গণমাধ্যমের দ্বারা প্রতিপক্ষকে দমন এবং নিজেদের আধিপত্য বজায়ে মেতে উঠেছিল। আমিসহ তাদের তথ্য সন্ত্রাসের শিকার হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সাংবাদিক নাজমুস সাকিব কাজ করেছেন বেক্সিমকো মিডিয়ার ইংরেজি দৈনিক দি ইন্ডিপেন্ডেন্ট এবং স্যাটেলাইট চ্যানেল আরটিভিতে। তবে তিনি সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেন একজন অনলাইন এক্টিভিস্ট হিসেবে। কানাডা থেকে প্রচারিত নাগরিক টিভির বার্তা প্রধান হিসেবে কাজ করছেন নাজমুস সাকিব।
তিনি অভিযোগ করেন, বসুন্ধরা গ্রুপের মিডিয়াগুলোতে তাকে এবং আরও বেশ কয়েকজন অনলাইন এক্টিভিস্টকে টার্গেট করে সর্বপ্রথম "শীর্ষ সাইবার সন্ত্রাসীদের ভয়ংকর অপতৎপরতা" শিরোনামের একটি সংবাদ প্রকাশিত হয়। বাস্তবতা বিবর্জিত এবং সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট তথ্যের উপর ভিত্তি করে ছাপানো এই রিপোর্টটিকে নিয়ে দেশব্যাপী তখন নিন্দার ঝড় উঠেছিল।
বসুন্ধরার তথ্য সন্ত্রাসের ব্যাপারে শিগগিরই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছেন বলে জানান নাজমুস সাকিব। তিনি জানান, শেখ হাসিনার পলায়নের সাথে সাথেই নাজমুস সাকিব ও তারেক রহমানকে জড়িয়ে বসুন্ধরার মিডিয়াগুলোর সেই হলুদ সংবাদ ইতোমধ্যেই তারা তাদের সবগুলো ওয়েব পোর্টাল থেকে সরিয়ে নিয়েছে।