মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ | চৈত্র ৪, ১৪৩১

মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
চৈত্র ৪, ১৪৩১

শিক্ষা সচিবের মদদে আমুর লোক দিয়ে চলছে বরিশাল বোর্ড

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৫-০২-১২ ১৪:১৭:৪১

বিশেষ প্রতিনিধি ::

ফ্যাসিস্ট শেখ হাসিনা গত বছরের ৫ আগস্ট দেশ ছাড়ার পর ঐদিন বিকেলেই বিক্ষুব্ধ জনতা আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমুর ঝালকাঠির বাসভবনে ভাঙচুর চালায় ও অগ্নিসংযোগ করে। পরবর্তী সময়ে ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক দফা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময়ে আমুর বাসভবন থেকে প্রায় চার কোটি টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। কে কি কারণে টাকা দিয়েছিল এটা নিশ্চিত করার জন্য টাকার বান্ডিলের টোকেনে বিভিন্ন ব্যক্তির নাম লেখা ছিল, যাতে বরিশাল বোর্ডের বর্তমান চেয়ারম্যান ইউনুস আলী সিদ্দিকী (৬৯৫০) এর নামও লেখা ছিল। 

নির্ভরযোগ্য সূত্রে জানা যায় ইউনুস ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ থাকাকালীন আমুর সাথে তার বিশেষ সখ্যতা গড়ে ওঠে। নিজের অবস্থান ব্যবহার করে ইউনুস তখন আমু ও ফ্যাসিস্ট সরকারের নানা এজেন্ড বাস্তবায়ন করে। এরই পুরস্কার হিসেবে কোন ধরণের নিয়মনীতির তোয়াক্কা না করে ইউনুসকে বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান করা হয়।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, বরিশাল এর চেয়ারম্যান পদে প্রেষণে পদায়নের ব্যাপারে আমির হোসেন আমু ও বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও শেখ পরিবারের সদস্য আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এর ডিও লেটার প্রদান করেন, যা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সংরক্ষিত আছে। 

বোর্ড চেয়ারম্যান হওয়ার পরে ইউনুস এর বিরুদ্ধে অভ্যন্তরীণ বদলী তদবির, পরীক্ষার ফি আত্মসাৎ, সেন্টার বাণিজ্য ও কেনা-কাটার অনিয়ম করে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার একাধিক অভিযোগ ওঠার পরেও কোন এক অজানা কারণে বর্তমান সিনিয়র শিক্ষা সচিব সিদ্দিক জোবায়ের বিষয়টি নিয়ে নিরব। উল্লেখ্য দীর্ঘদিন পদবঞ্চিতযোগ্য একাধিক বিসিএস কর্মকর্তারা পদায়নের জন্য আবেদন করলেও বিষয়টি আমলে না নিয়ে উল্টো ইউনুসকে স্বপদে বহলে তৎপর শিক্ষা সচিব সিদ্দিক জোবায়ের।

গত ৭ জানুয়ারী ২০২৫ তারিখে পদায়ন ও বদলি সংশ্লিষ্ট আন্তঃবিভাগীয় মিটিং এ ইউনুস এর দুর্নীতি ও অনিয়মের বিষয়টি উপস্থাপনকারীকে বদলীর মৌখিক আদেশ দেন সিদ্দিক জোবায়ের এবং উষ্মা প্রকাশ করেন। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য সিদ্দিক জোবায়ের এর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এদিকে দীর্ঘদিন পদবঞ্চিত যোগ্য একাধিক কর্মকর্তারা হতাশা প্রকাশ করে যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করার জন্য বিষয়টিতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছেন। 

SStv