সোমবার, ২০ জানুয়ারি ২০২৫ | মাঘ ৭, ১৪৩১

সোমবার, ২০ জানুয়ারি ২০২৫
মাঘ ৭, ১৪৩১

দেশের প্রথম রেল নিউজ পোর্টাল হিসেবে নিবন্ধন পেল ‘‘রেল নিউজ ২৪ ডট কম’’

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৪-১২-০৯ ১৮:২৩:৫০

ডেস্ক রিপোর্ট ::

দেশের প্রথম রেল নিউজ পোর্টাল হিসেবে নিবন্ধন পেল ‘‘রেল নিউজ ২৪ ডট কম’’। আজ (সোমবার) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

দেশের রেলপ্রেমী ও রেলের স্বার্থসংশ্লিষ্ট পাঠকদের জন্য একটি নতুন দিগন্তের সূচনা করতে যাচ্ছে রেল নিউজ ২৪ ডট কম। “রেলের সংবাদ” স্লোগান নিয়ে বাংলাদেশের রেল সেক্টরকে আরো বিশদভাবে তুলে ধরা এবং রেল সেক্টরের নির্ভূল ও বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশনের লক্ষ্যে যাত্রা শুরু হয়েছে পোর্টালটির।

মেট্রোরেলসহ বাংলাদেশের রেল সেক্টর ও আন্তর্জাতিক রেল বিষয়ক খুঁটিনাটি প্রতিদিনের খবর থেকে শুরু করে বিশেষ প্রতিবেদন, সাক্ষাৎকার, এবং বিশ্লেষণমূলক কন্টেন্টের মাধ্যমে পাঠকদের সামনে উপস্থাপন করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

উদ্যোক্তাদের প্রত্যাশা রেল সাংবাদিকতায় নতুন মাত্রা যোগ করতে পারবে ‘‘রেল নিউজ ২৪ ডট কম’’। নিবন্ধনপ্রাপ্তিতে পোর্টালটিকে আরো গ্রহণযোগ্যতা এনে দেবে এবং পাঠকদের কাছে একটি নির্ভরযোগ্য রেল বিষয়ক সংবাদমাধ্যম হিসেবে নিজের অবস্থান ধরে রাখতে পারবে।

‘‘রেল নিউজ ২৪ ডট কম’’ ছাড়াও নিবন্ধনভুক্ত হয়েছে আরো দশটি নিউজ পোর্টাল। যুগের চিন্তা ২৪ ডট কম, বাঙ্গালির খবর ডট কম, লক্ষীপুর ২৪ ডট কম, কক্সবাজার কণ্ঠ ডট কম, সবুজ বাংলা ২৪ ডট কম, ঢাকা অর্থনীতি ডট কম, নিউজ ফ্লাস ৭১ ডট কম, সান নিউজ ২৪৭ ডট কম, ডিজিবাংলা টেক ডট নিউজ এবং খবর সংযোগ ডট কম। উল্লেখ্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত নিবন্ধন পাওয়া অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ২২৭ টি।

SStv