মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ | চৈত্র ৪, ১৪৩১

মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
চৈত্র ৪, ১৪৩১

ভারতীয় নাগরিকের প্রেমের ফাঁদে বাংলাদেশি তরুণী

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৫-০১-২৯ ১৮:৪৬:৫৮

ঢাকার কেরানীগঞ্জে ভারতীয় দুই সন্তানের জনক এক নাগরিকের বিয়ে বিয়ে খেলার অভিযোগ উঠেছে। ভারতের আরাবলি বিহার হাউজিং, বিকানের রাজস্থান প্রদেশের বাসিন্দা সৌরভ কান্ত তিওয়ারী (৫২), পিতা হরস্বরুপ তিওয়ারী নামে ওই ভারতীয় নাগরিক বাংলাদেশ একটি বেসরকারী কোম্পানীতে চাকরি করতেন।

উত্তরার ওই কোম্পানীর চায়না পণ্য বিক্রির সুবাদে পরিচয় হয় সোনিয়া আক্তার (৩২) নামে এক তরুণীর সাথে। কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় বসবাস করেন ওই তরুণীর পরিবার।

কাবিননামা সূত্রে জানা যায়, সোনিয়া ফরিদপুরের ভাঙা উপজেলার তারাইল গ্রামের বাসিন্দা মোশাররফ মাতুব্বরের মেয়ে। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর নানা প্রলোভনে অবৈধ সম্পর্ক ও ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারী ধর্মান্তরিত হয়ে (মুসলমান) ওই তরুণীকে বিয়ে করেন সৌরভ। এদিকে তাদের সংসারে জন্ম নেয় অনু নামে এক পুত্র সন্তান।

তরুণী জানান, সৌরভের ভারতে পুর্বের বিয়ে ও স্ত্রী দুই পুত্র সন্তান রয়েছে। এ খবর জানাজানি হলে কাউকে কিছু না বলে পালিয়ে যান নিজ দেশে। অপরদিকে বাংলাদেশে দ্বিতীয় বিয়ের ঘটনায় ন্যায় বিচারের আশায় ভারতের নয়ডায় আদালতে মামলা দায়ের করেন স্ত্রী সোনিয়া। যা ভারতের মিডিয়া পাড়ায় বেশ আলোড়ন সৃষ্টি করে। পরবর্তীতে বিষয়টি ভারতে ধামাচাপা ও বাংলাদেশী স্ত্রী সোনিয়াকে ডির্ভোস দেন সৌরভ।

সম্প্রতি পুনরায় বেসরকারী প্রতিষ্ঠানের সহায়তায় বাংলাদেশে এসে অবৈধভাবে চাকরি লুফে নেন তিনি। বিশ্বস্ত সুত্রে জানা যায়, আরেক বাংলাদেশী তরুণীর সাথে প্রেম ও প্রতারণার ছলে বিয়ের পিড়িতে বসার প্রস্তুতি নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

জানা গেছে, ভারত, ইন্দেনেশিয়া ও বাংলাদেশসহ বিভিন্ন দেশে চাকরির সুবাদে একাধিক নারীর সাথে নানা প্রলোভনে প্রতারণা করে যাচ্ছে ভারতীয় নাগরিক সৌরভ। 

SStv